যশোর অফিস
দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্কের পর প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করায় প্রেমিকের বাড়ির সামনে অনশন কর্মসূচি ঘোষণা করেছেন এক তরুণী। কুমিল্লার বাসিন্দা মাহিনুর আক্তার মাহি প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ ও ব্ল্যাকমেইলের অভিযোগও করেছেন যশোর কোতোয়ালি থানায়।
ঘটনাটি ঘটেছে যশোর শহরের চারখাম্বা এলাকায়। প্রেমিক সাইফুল ইসলাম রাফা যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার (২৩ মে) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে মাহি প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন। এ সময় রাফার পরিবারের পক্ষ থেকে তাকে ঘর থেকে বের হয়ে যেতে চাপ ও হুমকি দেওয়া হয়। পরে মাহি সtraরক্ষার জন্য সরাসরি যশোর কোতোয়ালি থানায় চলে যান।
মাহি জানান, “আমরা দুই বছর ধরে প্রেম করি। যশোর আইটি পার্ক, আমার বাসাসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে ছিলাম। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছে। পরে সে আমার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল শুরু করে। আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছি।”
তিনি আরও জানান, আজ শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে তিনি চারখাম্বা মোড়ে রাফার বাড়ির সামনে অনশন করবেন। দাবি একটাই—বিয়ের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার এক কর্মকর্তা জানান, “তরুণীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ছাত্রদল নেতার পরিবার কিংবা তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।