জহুরুল ইসলাম
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যশোর বিসিক জেলা কার্যালয় এসম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করে। গতকাল মঙ্গলবার এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, মহিলারা শুধু স্বামীর সেবা করবে না, উদ্যোক্তা হবে, উদ্যোক্তা তৈরি করবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের উন্নয়নে তাদের অংশীদার হতে হবে।
যশোর বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, নাসিবের জেলা সভাপতি সাকের আলী, যশোর বিসিক শিল্পনগরী কর্মকর্তা মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ফরিদা ইয়াসমিন বলেন, শুধু প্রশিক্ষণ দিলে কিংবা উদ্যোক্তা সৃষ্টি করলে চলবে না, তাদের প্রাথমিক ধাক্কা সামলাতে পুঁজি দিয়ে সহায়তা করতে হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর বিসিকের বিভিন্ন শিল্প ইউনিটের স্বত্বাধিকারী ও বিভিন্ন স্থান থেকে আগত কুটির, মাইক্রো এবং ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাগন।