1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

কোটচাঁদপুরে পাওনা টাকা না দেওয়ায় কোর্টে মামলা

  • প্রকাশের সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৭২ বার সংবাদটি পাঠিত

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের কোটচাঁদপুরে রড সিমেন্টের বাকি টাকা না দেওয়ায় কোর্টে মামলা করেছেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম ফিরোজ।জানা গেছে,জাহিদুল ইসলাম ফিরোজের রড সিমেন্টের ব্যবসা করেন এবং শামসুর রহমান সুরুজ তার নিয়মিত ক্রেতা। মোট ৫৬১০০০(পাঁচ লক্ষ একষট্টি হাজার) টাকা বকেয়া হয়। যার দরুন ১৩/০১/২০১৫ইং তারিখে শামসুর রহমান ওরফে সুরুজ সোনালী ব্যাংকের একটি চেক যার নং গদ/১০নং৭৫৯২৭৪৭ সঞ্চয়ী নং-২৩১১০০২১৩১২৫৩ প্রদান করেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম কে।
তিনি চেকটি নিয়ে গত ১৩/০১/২০২৫ইং তারিখে সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখায় ক্যাশ করার জন্য জমা দিলে ব্যাংক কতৃপক্ষ ডিসঅনার করে দেয়।
এব্যাপারে শামসুর রহমান ওরফে সুরুজ এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন,এবিষয়ে আমি আদালতে সারেন্ডার হয়ে জামিন হয়ে এসেছি।বাকি কথা হবে সরাসরি সাক্ষাৎ এ তিনি আরো দাবি করেন আমার ওয়ার্ডের জামায়াতের রোকন বলে তিনি ফোনটি কেটে দেন। কথা বলা হয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম ফিরোজের সাথে তিনি বলেন,আমি টাকা পাবো টাকা না দিয়ে আমার সাথে সে খারাপ আচরণ করে,সুরুজের দেওয়া আমার কাছে চেক ছিলো,
আদালতের শরণাপন্ন হয়েছি দেখি সে আমার পাওনা টাকা দেয় কি-না।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION