আবুল কাশেম,নড়াইল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আই ই এস) এর অধীন পিএইচডি (ডক্টরেট) ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন নড়াইল সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক প্রভাষক এবং নড়াইলের কৃতি সন্তান মুহাম্মদ নাজমুল হুসাইন রনি। ২০২৫-২৬ শিক্ষা বর্ষে সারা দেশ হতে বিভিন্ন যোগ্যতা মূল্যায়ণ শেষে মাত্র ছয় (০৬) জনকে আইইএস,রাঃবিঃ হতে পিএইচডি ফেলোশিপ প্রদান করা হয়। মুহাম্মদ নাজমুল হুসাইন রনি পূর্বেও মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি এম.এস.সি, ফিশারিজ শাখায় (প্রোজেক্ট গ্রুপ) সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে প্রথম স্হান লাভ করেন। জীবনে ১ম বিসিএস – এ (৩৪ তম) চূড়ান্ত সফলতা অর্জন করেন।
নাজমুল হুসাইনের গর্বিত পিতা এবং অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান বলেন আমি ব্যক্তি জীবনে এবং চাকুরী জীবনে সব সময় সততার সাথে দায়ীত্ব পালন করেছি। আমার ২ সন্তানকেও সততার শিক্ষা দিয়েছি।
নাজমুল হুসাইনের রত্নগর্ভা মা এবং সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা মোসাঃ সবেদা খাতুন বলেন আমার এস.এস.সি পাশের পর বিবাহ হয়। বিবাহের পর সংসার,সন্তান পালন, চাকুরী এবং একই সাথে এম.এ পাশ করেছি। সকলের দোআ এবং মহান আল্লাহর রহমতে আমার দুই সন্তানই বি.সি.এস ক্যাডার এবং দুই বউমা ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা। আপনারা সকলে আমার পরিবারের জন্য দোআ করবেন।”
মুহাম্মদ নাজমুল হুসাইন রনি জানান, “মানুষের সব কিছুর মালিক মহান আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি, মহান আল্লাহ আমাকে সম্মানীত করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া।সকলে দোআ করবেন যেন সততার সাথে এবং সুস্হভাবে আমার দায়ীত্ব আমি পালন করতে পারি। ডক্টরেট ডিগ্রি এবং ফেলোশিপ,স্কলারশিপের চেয়ে বেশী খুশী হবো যদি আমার গবেষণা মানুষের উপকারে আসে