1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

৪৩তম বিসিএস : নিয়োগ ১৬২ জনের এবারও বাদ ৬৫

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫ বার সংবাদটি পাঠিত

ঢাকা অফিস

৪৩তম বিসিএসে বাদপড়া ২২৭ প্রার্থীর যাছাইবাছাই শেষে ১৬২ জনের গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার (২০ মে) বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এসব চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দিতে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে নতুন করে আবারও গেজেট বঞ্চিত হলেন ৬৫ জন। তারা নিয়োগ পেতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছে একটি সূত্র।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১ জুন ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়-বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে প্রার্থীদের যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
এই গেজেটেও নিয়োগবঞ্চিত একজন প্রার্থী কালবেলাকে বলেন, বারবার আমাদের বঞ্চিত করছে সরকার। আমরা এবার উচ্চ আদালতের শরণাপন্ন হবো। আমাদের নিয়োগ দিতেই হবে। কারণ আমরা কোনো অপরাধ করিনি।
প্রজ্ঞাপনে দেখা গেছে, বিসিএস প্রশাসন ক্যাডারে ২৪ জন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে সাতজন, কর ক্যাডারে চারজন, শুল্ক ও আবগারি ক্যাডারে তিনজন, সমবায় ক্যাডারে তিনজন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে একজন, তথ্য ক্যাডারে একজন, খাদ্য ক্যাডারে তিনজন, পরিসংখ্যান ক্যাডারে একজন, রেলওয়ে প্রকৌশল ক্যাডারে তিনজন, সড়ক ও জনপথ ক্যাডারে একজন, তথ্য (সহকারী বেতার প্রকৌশলী) ক্যাডারে চারজন, জনস্বাস্থ্য প্রকৌশলী দুজন, মৎস্য ক্যাডারে পাঁচজন, পশুসম্পদ ক্যাডারে ১০ জন, কৃষি ক্যাডারে ১৫ জন, স্বাস্থ্য ( ডেন্টাল) চারজন, খাদ্য (সহকারী রক্ষণ প্রকৌশলী) দুজন, গণপূর্ত একজন, সাধারণ শিক্ষা (বাংলা) চারজন, ইংরেজি আটজন, রাষ্ট্রবিজ্ঞান একজন, দর্শন তিনজন, অর্থনীতি তিনজন, প্রাণিবিদ্যা তিনজন, ইতিহাস একজন, সমাজ কল্যাণ একজন, রসায়ন চারজন, ইসলামে ইতিহাস পাঁচজন, পদার্থবিদ্যা ছয়জন, উদ্ভিদবিদ্যা ছয়জন, সমাজবিজ্ঞান পাঁচজন, গণিত একজন, ভূগোল দুজন, হিসাববিজ্ঞান তিনজন, ব্যবস্থাপনা আটজন, পরিসংখ্যান একজন এবং কারিগরি শিক্ষায় দুজন নিয়োগ পেয়েছেন।নতুন গেজেটেও কেন ৬৫ জন বাদ পড়লেন তা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে ফোন করা হলেও তারা সাড়া দেননি।
গেত ৮ মে বাদপড়া ২২৭ জনকে যাছাইবাছাইপূর্বক নিয়োগ দিতে একটি কমিটি গঠন করে দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। কমিটির সভাপতি করা হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে। সদস্য ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। আর সদস্য সচিব ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি মো. এরফানুল হক।
বক্তব্য জানতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION