আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনির কাদাকাটি গ্রামের উত্তর বিলে সাড়ে পাঁচ আনার খালে ভাসমান অবস্থায় রওশন আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি কাদাকাটি গ্রামের মৃত আবু মুন্সী সরদারের ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টার সময় ওই গ্রামের মহিদুল সরদার খালের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়দের জানান।
খবর পেয়ে ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে গিয়ে পানিতে ভাসতে থাকা লাশটি উদ্ধার করেন।
নিহতের ছেলে খোকন সরদার মরদেহের সনাক্ত করে বলেন, আব্বা সকালে ভাত খেয়ে ছাগল নিয়ে মাঠে ছাড়তে গিয়ে আর বাড়ি ফেরেননি। পানিতে লাশ ভাসার কথা শুনে আমরা দুই ভাই সেখানে গিয়ে দেখি ভাসমান লাশটি আমার আব্বার।
ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদ জানান, কাদাকাটি গ্রামের উত্তর বিলে জনৈক আসাদের বাড়ি সংলগ্ন সাড়ে পাঁচ আনার খাল থেকে বৃদ্ধ রওশন আলীর মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে