নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুর উপজেলায় এসিল্যান্ড নিয়াজ মাখদুমের উদ্যোগে শ্যামকুড় ইউনিয়নে দীর্ঘ পাঁচ বছর ধরে চলা ভূমি বিরোধের সমাধান হতে যাচ্ছে।বিরোধটি ছিল মৃত নিসার আলী বিশ্বাসের ছেলে হাজ্বী মো. কামাল হোসেন এবং আব্দুস সাত্তার সরদারের ছেলে কালাম সরদারের মধ্যে। কালাম সরদারের অভিযোগ ছিল যে, তার বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই এবং তিনি যাতায়াতের রাস্তা চান। অন্যদিকে, হাজ্বী কামাল হোসেন তার ব্যক্তিগত জমি দিয়ে কাউকে যাতায়াত করতে দিতে রাজি ছিলেন না।লিখিত অভিযোগ পাওয়ার পর এসিল্যান্ড নিয়াজ মাখদুম দুই পক্ষকে ৫ই মে অফিসে ডেকে তাদের বক্তব্য শুনে সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জমির মালিকদের মতামত নেন।এসময় তিনি তার অফিসে জমির কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়ে বিরোধ সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন।এসিল্যান্ড নিয়াজ মাখদুম দুই পক্ষকেই এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং সমস্যা সমাধানের জন্য এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন।এই উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসিত করা হয়েছে এবং এটি ভবিষ্যতে ভূমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে