মনিরামপুর(যশোর)প্রতিনিধি
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ভাটা মালিক শাহিন নিহত হয়েছে। আজ সন্ধা ৭ ঘটিকার দিকে যশোর টু সাতক্ষীরা মহাসড়কের সুন্দলপুর বাজার সংগগ্ন ইসলাম ভাটার সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে নিহত শাহিন ইসলাম ভাটার মালিক প্রতিদিনের ন্যায় আজও ভাটার কাজ শেষ করে বাড়ির জন্য রওনা হয়ে ভাটার সামনে রাস্তার উপর মোটরসাইকেল নিয়ে উঠলে কেশবপুর দিক থেকে আসা বাংলাদেশ শিক্ষা মন্ত্রানালয়ের মনোগ্রাম সম্বলিত ঢাকা মেট্রো ঘ-১৫-০০৪৭ নাম্বারধারী একটি প্রাইভেট কার স্বজোরে ধাক্কা দিলে সে রাস্তার এক পাশে ছিটাকে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।নিহত শাহিন মনিরামপুর পৌরসভার মোহনপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর ইসলাম বড় সন্তান।মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াজ আহমদ ফয়সাল জানান, হাসপাতালে আনার আগেই স্পষ্টেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি প্রাথমিক চিকিৎসা দেওয়ারও কোন সুযোগ আমরা পায়নি।খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ পুলিশ পরিদর্শক শিমুল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক প্রাইভেটকারটি আটক করতে পেরেছি তবে ঘাতক ড্রাইভার আমার কাছে আটক নাই।মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানান, ঘাতক প্রাইভেটকার ও চালক খর্নিয়া হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। নিহতের পরিবার কোন মালমা করবে না বলে জানিয়েছেন তবে খর্নিয়া হাইওয়ে পুলিশ ক্যাম্প বাদী হয়ে হয়তো মামলা করতে পারে।