বরিশাল প্রতিনিধি
প্রাথমিক সহকারি শিক্ষকদের এন্ট্রি পদ থেকে দশম গ্রেডে উন্নীতকরণ এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়ে নগরীতে মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বরিশাল সদর উপজেলাসহ বিভাগের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে সমন্বয় পরিষদের বিভাগীয় সমন্বয়ক নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমন্বয়ক সৈয়দা হাজেরা মমতাজ, সহকারি শিক্ষক তারিকুল ইসলাম পলিন, খলিলুর রহমান, মাইদুল ইসলাম, সাবিনা খানম প্রমুখ।বৈষম্য নিরসনের দাবি জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোতে বৈষম্য চলে আসছে। যা বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষিতে শিক্ষক সমাজের জন্য আরও অসহনীয় হয়ে উঠেছে। বিগত সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। যেকারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে প্রাথমিক সহকারি শিক্ষকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।