1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বাঘারপাড়ায় বিপুল ফারাজীর শপথ গ্রহন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৯১ বার সংবাদটি পাঠিত

 

ইমাম হোসেন

বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এফ,এম, আশরাফুল কবীর(ইঞ্জি: বিপুল ফারাজী)র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।২৫ জুন মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।চলতি বছরের ২৯ মে বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়’র সন্তান রাজীব কুমার রায়’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয় পান।নির্বাচনের ভোট গননা শেষে এফ,এম,আশরাফুল কবীর (ইঞ্জি: বিপুল ফারাজী)কে উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করেন।এফ,এম,আশরাফুল কবীর বিপুল ফারাজী’র সর্বমোট ভোট পেয়েছিল ৫১৬৩০ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজীব রায় পেয়েছিল ২০৭৭৯ ভোট।এফ,এম, আশরাফুল কবীর(ইঞ্জি: বিপুল ফারাজী)র শপথ গ্রহন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী,বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলা শাখার সহ-সভাপতি এম এ গফুর সরদার,বাঘারপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আলম,বাসুয়াড়ী ইউনিয়ন শাখার সভাপতি ভুট্টো গাজী,জামদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আতিয়ার রহমান,বাংলদেশ আওয়ামীলীগ বাঘারপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইউনুছ শেখ,দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার সহ উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION