1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত

  • প্রকাশের সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৭৫ বার সংবাদটি পাঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ভয়াবহ তরলদ্রব্য নিক্ষেপের ঘটনায় একই পরিবারের এক শিশু ও দুই নারী আহত হয়েছেন।আহতরা হলেন ইয়ানূর (৮), রিপা খাতুন (২৬) ও রাহেলা খাতুন (৪৮)। তারা গদখালী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম (৩৫) দীর্ঘদিন ধরে রিপা খাতুনকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত জসিম রাতে জামাত হোসেনের বাড়ির জানালা দিয়ে তরলদ্রব্য ছুঁড়ে মারে, যাতে ইয়ানূর গুরুতর দগ্ধ হয় এবং রিপা ও রাহেলা খাতুন আংশিকভাবে আক্রান্ত হন।আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,

“ভিকটিমদের শরীরে ক্ষতচিহ্ন রয়েছে, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি এসিড নাও হতে পারে। পরীক্ষাগারে বিশ্লেষণ না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এটা অন্য কোনো দাহ্য রাসায়নিক পদার্থও হতে পারে।”

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“ঘটনাটি পরিকল্পিত ও জঘন্য। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে। এই ধরনের অপরাধ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION