স্টাফ রিপোর্টার,বাঘারপাড়া
বাঘারপাড়ার উপজেলার দাঁদপুর বাজারে সাধারণ মানুষের মধ্যে দু’শতাধিক নিমের চারা বিতরণ করা হয়েছে। দরাজহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই কর্মস‚চি বাস্তবায়ন করা হয়।শুক্রবার বিকেলে এসব চারা বিতরণ করা হয়।এ সময় বক্তারা বলেন, নিম গাছের পাতা, ছাল এবং বীজসহ এর প্রায় প্রতিটি অংশই বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। নিম গাছের উপকারিতা ব্যাপক, যা ত্বক, চুল, দাঁত, হজম প্রক্রিয়া, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ শরীরের আরো নানান উপকার করে। এ জন্যই এবার এ মহাউপকারী গাছ বিতরণ করা হয়েছে।বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সার্বিক সহযোগিতায় সামাজিক সংগঠন প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে ২শ পরিবারের মাঝে এ নিমের চারা বন্টন করে।এ সময় বক্তব্য দেন প্রয়াস ফাউন্ডেশনের পরিচালক শাহীন রেজা, স্থানীয় বিএনপি ডাক্তার আবু তাহের, জালাল উদ্দিন, স¤্রাট আলম গনি, শিক্ষক ও সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও অংশ নেন বিএনপি নেতা এস্কেন্দার আলী, জাহাঙ্গীর হোসেন, ফজলসহ প্রমুখ।