1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বাঘারপাড়া ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার সংবাদটি পাঠিত
বাঘারপাড়া ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠন

ইমাম হোসেন,বাঘারপাড়া(যশোর)

যশোর জেলার বাঘারপাড়া উপজেলার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন, বাঘারপাড়া ব্লাড ব্যাংক, নামে রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২ফেব্রুয়ারি ) বিকেলে অনলাইন ভিত্তিক এক সংবাদ মাধ্যমে রিয়াদ হোসেন শিকু কে সভাপতি ও ওহিদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া এ কমিটির কার্যক্রম তরান্বিত করতে তথা সার্বিক পরামর্শ প্রদানের জন্য ৮ সদস্য উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে । বাঘারপাড়া ব্লাড ব্যাংকের নতুন কমিটির সভাপতি রিয়াদ হোসেন শিকু, জানান, দেশের সার্বিক উন্নয়নে তাদের অনেক গুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন রোগীর প্রয়োজনে বিনা মূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনো তাদের মূল লক্ষ্য। উল্লেখ্য, “রক্তে মাংসে গড়া দেহে থাকিতে মোদের প্রাণ, একবার নয় বারবার মোরা করিব রক্ত দান – এ শ্লোগানকে ধারন করে যশোরের বাঘারপাড়ায় ২০১৯ সালের ২ জুলাই গঠিত হয় “ বাঘারপাড়া ব্লাড ব্যাংক”। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছে। তাদের সৌজন্যে অগণিত মুমুর্ষ রোগী চাহিদা অনুযায়ী রক্ত পেয়ে আজ তারা সুস্থ্যভাবে জীবন যাপন করছেন। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন, রক্ত দানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রচার পত্র বিলি করাসহ গ্রাম-গঞ্জ ও হাট বাজারের বিভিন্ন দেওয়াল ও গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে সচেতনতা মূলক লেখা সমৃদ্ধ পোস্টার লাগিয়ে এলাকার সকলের নজর কেড়েছেন রক্তের অভাবে মৃত্যু রোধে শিক্ষার্থীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন “বাঘারপাড়া ব্লাড ব্যাংক”। জীবন রক্ষাকারী, জনসচেতনতা ও উন্নয়নমূলক তাদের এমন কাজে সার্বিক সহযোগিতা করাসহ নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন উপজেলার শিক্ষানুরাগী মহল ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION