বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (২৯ জুন) দিনব্যাপী বেনাপোল আইসিপি, আন্দুলিয়া ও বেনাপোল বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি’র টহল দল। অভিযানে শাড়ি, কম্বল, কীটনাশক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের অধীন সীমান্ত এলাকায় নিয়মিতভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি উল্লেখযোগ্য সফলতা অর্জন করছেসীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।