কণ্ঠ ডেস্ক
যশোর শহরের বারান্দীপাড়ায় নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার কোতোয়ালি থানায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই এ মামলা দায়ের করেন। অভিযুক্ত তামিম হোসেন বারান্দীমোল্লাপাড়ার লোকমান হোসেন গাজীর ছেলে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
মামলায় বাদী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তামিম তাকে উত্যক্ত করে আসছিলেন এবং একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি পরিবারকে জানালে তারা তামিমকে একাধিকবার সতর্ক করেন। কিন্তু তামিম শোনেন নি। এরপর গত ২৬ জুন বাদীর অন্যত্র বিয়ে হয়। এতে তামিম ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিয়ের পরদিন ২৭ জুন সন্ধ্যায় নববধূ নিজ বাসার পাঁচতলার কক্ষে একা ছিলেন। তখন তামিম ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে যৌন হয়রানি করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।