ইমাম হোসেন,বাঘারপাড়া
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ও জামদিয়া ইউনিয়নের কৃষক দলের আয়োজনে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ভিটাবল্লা সাইটখালী মাঠে গতকাল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাচান জাফির (তুহিন)। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম (অমিত)। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা শহিদুল ইসলাম (বাবুল), কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব হোসেনসহ অন্যান্য প্রমুখ। এছাড়া বাঘারপাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বাঘারপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দল। অনুস্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী টি,এস আইয়ুব।