ইমাম হোসেন,বাঘারপাড়া
যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় জামদিয়া ইউনিয়নের তেঘরী পশ্চিম পাড়ায় মৌলভী তফেল উদ্দিন হাফেজী ও এতিমখানা মাদ্রাসায়। সোমবার মাদ্রাসা প্রাঙ্গনে ৩ জন কৃতি শিক্ষার্থীকে পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবছর যে তিন কৃতি শিক্ষার্থীকে পাগড়ি (দস্তারবন্দী) প্রদান করা হয় তাদের ভিতর দুজন বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পারকুল গ্রামের মো. শহিদুল্লাহ মোল্লার ছেলে মো.ফিরাইম হোসেন(১৫) একই গ্রামের মো. মাহমুদ মোল্লার ছেলে মো.সিয়াম হোসেন (১৩) এবং অপরজন বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামের মো. সেলিম হাওলাদারের ছেলে মো. গোলাম রাব্বি (১৪) । এই তিন যুবক হাফেজ স্বীকৃতি পদবি পেয়ে দস্তারবন্দী (পাগড়ি) গ্রহন করেন। প্রায় ২/৩ বছরের কঠোর অনুশীলন শেষ করে স্বজনের নিকট চলে যাচ্ছেন। এছাড়াও এদিন এ মহতী অনুষ্ঠানে ২৮ জন শিক্ষার্থীর অভিভাবকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত এই মহতী অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন অত্র দ্বীনি শিক্ষা প্রতিস্ঠানের পরিচালনা পরিষদের কর্মকর্তারা। যারা এই কুরান পড়ুয়াদের দুবেলা দুমুঠো আহার যুগিয়েছে তাদেরকে ধন্যবাদ দিতেই হবে। এই দ্বীনি শিক্ষা প্রতিস্ঠানের সংগে সংশ্লিষ্ট তেঘরী, ভিটাবল্লা, আদমপুরসহ অন্যান্য প্রতিবেশি গ্রামের যারা এই অসহায় এতিম গরীব শিক্ষার্থিদের অন্নদান করে সহায়তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সুধিজনেরা। আজকের এ একটা ব্যতিক্রম অনুস্ঠান এখানে কোনো প্রধান অতিথি হিসেবে কাউকে দেখা যায়নি উপস্থিত সকলেই আমন্ত্রিত বিশেষ অতিথি।তবুও ভালো বর্তমানে দেশের প্রেক্ষাপট বিবেচনা করে আয়োজক কমিটি সঠিক কাজটা করেছেন বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে উপস্থিত সুশীলরা। তবুও আজ এ অনুষ্ঠানের আসন অলংকৃত করেছেন তারা হলেন অত্র তেঘরী গ্রামের কৃতি সন্তান প্রয়াত সাবেক মাধ্যমিকের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আ. মজিদ মোল্লার দ্বিতীয় পুত্র ব্যরিষ্টার মো.মামুন এহসানূল মজিদ, বিশিষ্ঠ সমাজ সেবক আশরাফুল মজিদ সোহেল, বাংলাদেশ সুপ্রিমকোটের আইনজীবী মামুন ইফ্তে খাইরুল মজিদ রোমেল।এছাড়া এসময় মঞ্চে আরও উপস্হিত ছিলেন বাঘারপাড়া উপজেলা হাজী কল্যাণ পরিষদের সহকারী সভাপতি প্রাথমিকের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আ. মজিদ আনোয়ার, বাংলাদেশ ইসলামি আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. ফজলুল করিম,জামদিয়া ইউনিয়ন হাজী কল্যাণ পরিষদের সভাপতি সাবেক শিক্ষক আলহাজ্ব মো. খলিলুর রহমান খন্দকার, ভিটাবল্লা উপস্বাস্থ্য কেন্দ্রের ডা. মো. সাইদুর রহমান, চট্টগ্রাম থেকে আগত আলহাজ্ব মো. দিদারুল আলম চৌধুরী, মাগুরা থেকে মুফতি মাওলানা মামুনুর রশীদ, হাফেজ মাওলানা মো. শিহাব উদ্দিন, স্থানীয় ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের আই সি মো. রোকনুজ্জামান, সিনিয়র পুলিশ সদস্য মো.ইসহাক আলী অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান।আজ যে হুজুরের অক্লান্ত পরিশ্রমে ৩ জন হাফেজ পাগড়ী পাচ্ছেন তিনি হলেন হাফেজ মো. আজাদ হোসেন। অনুস্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মাহফুজুর রহমান।