1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

যশোরে আবাসিক এলাকায় হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন স্থাপনে বিক্ষোভ

  • প্রকাশের সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৭ বার সংবাদটি পাঠিত

যশোর অফিস

যশোরে ভূমি মালিকদের অবহিত না করে আবাসিক এলাকায় জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।বেলেঘাটা ভূমি রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে রবিবার (২৯ জুন) দুপুরে যশোর মেডিকেল কলেজপাড়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন। এ সময় সংগ্রাম কমিটির নেতারা বলেন, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছে। যশোর পাওয়ার হাউসে সঞ্চালন লাইনটি প্রবেশের জন্য যশোর মেডিকেল কলেজের পাশ দিয়ে ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার স্থাপনের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু যেসব জমির ওপর দিয়ে সঞ্চালন লাইনটি যাবে তাদের মালিকদের কোনো প্রকার অবহিত করা ছাড়াই জোরপূর্বক কাজ করছে প্রতিষ্ঠানটি। তারা আরও বলেন, মেডিকেল কলেজ স্থাপনের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সঞ্চয় ভেঙে এর আশপাশে জমি ক্রয় করেছেন বাড়ি করার জন্য। বর্তমানে এসব জমির প্রতি শতকের মূল্য ৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের এ সঞ্চালন লাইনটি নির্মাণ করা হলে লাইনের দুই পাশের শত শত মানুষ মূল্যবান জমিতে আর বাড়ি করতে পারবেন না। এ অবস্থায় সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সব জমি বাজারমূল্যে অধিগ্রহণ ছাড়া নির্মাণকাজ বন্ধ করার আহ্বান জানান তারা। অন্যথায় যেকোনো মূল্যে নির্মাণকাজ প্রতিরোধ করার হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION