ইমাম হোসেন
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের নুসরাত জাহান সায়মার স্বপ্ন পূরন হতে যাচ্ছে। সায়মা ২০২৪-২০২৫ ইং এবছর সে সিলেকশন মেরিটে কৃতকার্য হয়ে সরকারি ভাবে মেডিক্যাল পড়ার সুযোগ পেয়েছে। তার এ সফলতায় বাবা সাবেক অনারারি ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম মা গৃহিণী পারভীন নাহার সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে। সায়মা চাঁদপুর মেডিকেল কলেজে ডাক্তারী পড়ার সুযোগ পেয়েছে। যেদিন পরীক্ষার ফলাফল পায় সায়মা সেই মুহূর্তে বর্ষিয়ান দাদির নিকট মুঠোফোনের মধ্যমে সংবাদ দেয়। সায়মার দাদি সংবাদ পেয়ে আনন্দে এক পর্যায় কেঁদে ফেলে। তার বড় কাকা সাবেক সেনাসদস্য মো. আতিয়ার রহমান, মো. ফছিয়ার রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার এ সফলতায় তারা খুব খুশি হয়েছে। আদমপুর গ্রামের মানুষ এই প্রথম একজন ডাক্তার পেতে যাচ্ছে। সরেজমিনে গিয়ে জানা গেল নুসরাত জাহান সায়মার ইচ্ছা ছিল সে যদি ডাক্তার হতে পারে তাহলে দেশের অসহায় গরিব দুঃখী মানুষের মানবিক ডাক্তার হিসেবে সেবাদান করবেন। সায়মার ডাক্তার হবার পিছনে সব থেকে বড় অবদান তার বাবা মার বেশি। পরে তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষীকারা। সায়মা তার শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া প্রার্থনা করেছে। এ ব্যাপারে তার বাবার সঙ্গে কথা হয় তিনি বললেন আমাদের পরিবারে একজন বীর মুক্তিযোদ্ধা, ৬ জন প্রকৌশলী, ৬ জন সেনা সদস্য, একজন দারোগা থেকেও যে খুশি তার থেকে বেশি খুশি আমার রাজকন্যা ডাক্তারিতে পড়ার সুযোগ পাওয়ার জন্য। তিনি দেশবাসীর কাছে তার রাজকন্যার জন্য দোয়া চেয়েছে এবং সে যেন মানবিক ডাক্তার হয়ে অসহায় এতিম গরীব দুঃখী মানুষের সেবাদান করতে পারে এটাই তার কামনা।