কন্ঠ ডেস্ক
মনিরামপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ২ মাস মেয়াদি “কম্পিউটার নেটওয়ার্কিং” প্রশিক্ষণের ২য় ব্যাচের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার উপজেলা কনফারেন্স রুমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নিশাত তামান্না। এ সময় তিনি সকলকে কারিগারি দক্ষতার দিকে মনোযোগ দিতে বলেন। তিনি আরো বলেন সরকার বিনা মূল্যে এত বড় উদ্যোগ বেকারত্ব দূরের জন্য। যদি পড়াশোনার পাশাপাশি কারিগারি যে কোন কিছু শেখা এটি জ্ঞান বৃদ্ধি করে। এছাড়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য তিনি বলেন প্রশিক্ষণ শেষে সহজ পদ্ধতিতে সরকার কিস্তির মাধ্যমে পরিশোধ যোগ্য এককালিন টাকা দিবে যেটি আপনারা চাইলে ব্যাবসায় কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান করতে পারবেন।
যুব উন্নয়ন অফিসার জনাব রেজাউলের করিমরে সভাপতিত্বে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলাস সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদুম, জেলা যুব কর্মকর্তা মোঃ সেলিমুজ্জামান প্রমূখ।