নিজস্ব প্রতিবেদক
খুলনার পাইকগাছা থানার শান্তা গ্রামে পুকুর থেকে মাছ চুরির ঘটনায় এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। শনিবার (৫ জুলাই) সকাল বেলায় এই ঘটনা ঘটে।স্থানীয় তরুণ উদ্যোক্তা ইব্রাহিম শেখ (পিতা: মো. আসাদুল শেখ) গত তিন বছর ধরে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে আসছেন। তার লক্ষ্য ছিল সৌদি আরব যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ সঞ্চয় করা। কিন্তু প্রথম দুই বছরে বন্যার পানিতে তার পুকুরের মাছ ভেসে যায়। আর এবার, যখন তিনি কিছুটা আশাবাদী ছিলেন, তখন ঘটে এই চুরির ঘটনা।গত কয়েকদিন ধরে ইব্রাহিমের পুকুর থেকে নিয়মিতভাবে মাছ হারিয়ে যাচ্ছিল। স্থানীয়দের সহায়তায় আজ সকালে মাছ চুরি করার সময় ফকিরাবাদ গ্রামের রহমান গাজীকে ইয়াসিন বিশ্বাসের চায়ের দোকানের ভিতর থেকে হাতে-নাতে আটক করা হয়। অভিযোগ রয়েছে, ওই দোকানের পিছনের দরজা দিয়ে ছিপ ও বড়শি ফেলে দীর্ঘদিন ধরে পুকুরের মাছ চুরি করা হচ্ছিল।ইব্রাহিম শেখের দাবি তার মাছ চাষে এ বছর এক লক্ষ্য টাকা ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।এ বিষয়ে শান্তা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান শেখ বলেন, “ইব্রাহিম শেখের পুকুর থেকে দীর্ঘদিন মাছ হারিয়ে যাওয়ার অভিযোগ ছিল। আজ স্থানীয়রা রহমান গাজীকে ছিপ ও মাছসহ হাতে-নাতে ধরে ফেলে।”এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। মীমাংসা না হলে বিষয়টি প্রশাসনকে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।