বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি
যশোরের সদর উপজেলার বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি ৯১ বর্ষের ছাত্র ছাত্রীদের সহযোগিতায় যশোর রোটারি ক্লাবের আয়োজনে গতকাল ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিন ব্যাপি ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন ও বি,এন,এস,বি চক্ষু হাসপাতালের তত্বাবধানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত চক্ষু চিকিৎসা শিবিরে সকাল ১০টায় বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ ইকবাল, এসএসসি ৯১ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ শওকত আলী উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের এসএসসি ৯১ ব্যাচের ছাত্র ছাত্রী সহ এলাকার সামাজিক রাজনৈতিক সূধী সমাজের মানুষ। চক্ষু রুগীদের সেবা প্রদান করেন বি,এন,এস,বি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হাসিবুল ইসলাম। অসহায় ও জটিল রুগীদের পরামর্শে দলনেতা হিসেবে ছিলেন জনসংযোগ কর্মকর্তা পিআরও মিজানুর রহমান। কারিগরী সহযোগিতায় মৌমিতা আক্তার, মোঃ আলামিন খান, মোঃ জসিম উদ্দিন, মোঃ মেহেদী হাসান ও রানা ইসলাম। সেবিকার দায়িত্বে বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ এর গার্লস গাইড রামিসা খাতুন, নুসরাত, ফাতেমা, তনিমা, রচনা, আফসানা। সৌজন্যে মোঃ শওকত আলী, প্রাক্তন ছাত্র বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ ও এসএসসি ৯১ শিক্ষাবর্ষের ব্যাচ।