1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ঝিকরগাছায় জামায়াতের কর্মী সমাবেশে ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সামাদ ও সম্পাদক সোহাগ যশোর সদরের সতিঘাটায় সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা অপারেশন ডেভিল হান্টেও ফিরছে না স্বস্তি সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বিপ্লবকে হুমকি, থানায় অভিযোগ যশোরে খালুর চোখ উপড়ে ফেলা সেই যুবক আটক ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৮ শিশু-কিশোর ইয়েমেনে নৌকা ডুবে নিখোঁজ ১৮০ অভিবাসনপ্রত্যাশী বাজারে ফিরছে বোতলজাত সয়াবিন, কিছুটা কেটেছে সংকট

সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ভারতে পালাতে সহযোগীতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশের সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৪৩ বার সংবাদটি পাঠিত
সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ভারতে পালাতে সহযোগীতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ধুড় পাচারের মুল হোতা বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ভারতে পালাতে সহযোগীতার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জেলা জুড়ে সাধারন মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা ঝড় বইতে শুরু করেছে। ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ কালীগঞ্জ থানায় দুইটি ও ঢাকায় একটি মামলা রয়েছে। জানা গেছে, গত ৫ আগস্টেও ছাত্র-জনতার অভ্যুত্থানে অওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা পলাতক ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন ধরে স্বেচ্ছাসেবক লীগের ভারতে পালানোর জন্য মহেশপুর সীমান্তে অবস্থান করছিলেন। ওই সেচ্ছাসেবকলীগ নেতাকে আশ্রায় দিয়েছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। স্থানীয় কয়েকজন বিএনপি নেতাসহ অনেকে জিয়ার অফিসে তাকে বসতে দেখেছেন। গত শুক্রবার ভারতে পালিয়ে যাওয়ার জন্য উপজেলার বোয়ালিয়া গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা হাফিজুলের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু মালিতা। খবর পেয়ে ওই বাড়ি ঘিরে ফেলে স্থানীয় জনতা। পরে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার ক্যাডার বাহিনী নিয়ে তাকে উদ্ধার করে ভারতে পালাতে সহযোগিতা করে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা জানান, ৫ আগস্টের পরে মহেশপুর উপজেলা পরিষদের সামনে কয়েকদিন মিঠু মালিথাকে দেখেছেন। বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার সাথে বেশ সখ্যতা আছে মিঠু মালিথার। ৪ দিন আগেও বিএনপি নেতা জিয়ার সাথে তাকে মহেশপুরে দেখা গেছে। জেলা কৃষকদলের সদস্য মোহাম্মদ উল্লাহ শাওকী তার ফেসবুক আইডিতে লেখেন, ‘৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর মহেশপুর বর্ডার দিয়ে একাধিক ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা ভারতে পালিয়ে গেছে বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার মহেশপুরের বোয়ালিয়া গ্রামের সাবেক পুলিশ সদস্য হাফিজুলের বাড়িতে পাচারের জন্য প্রস্তুত ছিল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টুর ক্যাডার নামে পরিচিত মিঠু মালিথা। খবর পেয়ে এলাকার জনসাধারণ বাড়িটা ঘিরে ফেলে এবং তাকে পুলিশে দেওয়ার জন্য খবর দেয়। কিন্তু আগেই খবর পেয়ে শীর্ষস্থানীয় সুবিধাভোগী নেতারা দ্রুত সেখানে ছুটে যান এবং জনগণের কাছ থেকে মিঠু মালিথাকে ছাড়িয়ে নিয়ে তাকে পালাতে সাহায্য করে। এ ঘটনায় প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে তা রহস্যজনক।’ মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ‘৫ আগস্টের পর মিঠু মালিথার সাথে মহেশপুর শহরে কয়েকবার দেখা হয়েছে। শুনেছি তিনি এখানে তার খালাতো ভাইয়ের বাড়িতে থাকতেন। তাকে ভারতে পালাতে আমি কোনো সহযোগিতা করিনি। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’ এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, ‘বোয়ালিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা অবস্থান করছিলেন এমন খবর স্থানীয়রা আমাকে জানায়। এরপর ওই বাড়িতে পুলিশ পাঠায়ে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION