ঝিনাইদহ অফিস
ইফতারির পর বেঁচে থাকা দুইটা কমলা চুরি করে খাওয়ার অপরাধে এতিমখানার ছাত্রকে স্টাম্প ও ডাল দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। জখমের শিকার সাগর হোসেন ওই এতিমখানার আবাসিক শিক্ষার্থী ও বাড়িবাথান দাখিল মাদরাসার দশম শ্রেনির ছাত্র। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ঝড় শুরু হয়েছে। জখমের শিকার সাগর হোসেন জানান, গত সোমবার ইফতারের পর দুইটা কমলা স্যারদের না জানিয়ে আমি খেয়েছিলাম। এ নিয়ে কয়েকজন স্যার আমার উপর ক্ষুব্ধ হন। পরে বুধবার সকালে লাঠি ও ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে আমাকে বেদড়ক মারধোর করে। পরে আমার স্বজনরা খবর পেরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ অভিযোগের বিষয়ে জানতে মাদরাসার শিক্ষক ইমরান হাওলাদারের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এমনকি ওই এতিমখানায় গিয়েও তাকে পাওয়া যায়নি। এতথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুল্লাহ আল মামুন জানান, মাদরাসা ছাত্রের উপর নির্যাতনের কথা শুনেছি। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।