স্টাফ রিপোর্টার
যশোরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একাধিক জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে রিপন হোসেনের বিরুদ্ধে । দ্রুত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে আর যাতে নতুন কোন স্থাপনা গড়ে উঠতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে সরকার পতনের পর যশোর সদর উপজেলার রাজারহাট কেশবপুর মহাসড়কের পাশে একাধিক স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালী মহল। সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের ব্যাপারে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এতে বেদখল হয়ে যাচ্ছে সরকারি জমি। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী–কোন সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু তারা আইনের তোয়াক্কা না করে অবৈধ স্থাপনা গড়ে তুলছে। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, রাজার হাট কেশবপুর মহাসড়কে সদর উপজেলার সতিঘাটা ব্রিজের পাশে, ও নূর ফিলিং স্টেশনের সামনে কয়েক মাসের মধ্যে সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। কেউ টিনের আবার কেউ পাকা স্থাপনা নির্মাণ করছে। ইতোমধ্যে অনেক স্থাপনার কাজ শেষ হয়েছে। আবার কিছু স্থাপনার কাজ চলমান রয়েছে। যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, সরকারি জায়গা দখল করে যেকোন স্থাপনা নির্মাণ করা অবৈধ। আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সওজের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।