ঝিনাইদহ অফিস
গ্রাহককে শারীরিক নির্যাতন করায় ঝিনাইদহ সদর পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক ৩ কর্মচারীকে অব্যাহতি ও আরো ৩ কর্মচারীক সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার পৌরসভার অফিস নোটিশে এ নির্দেশ জারি করা হয়। নিদের্শ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের ঝিনাইদহের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়। নোটিশ সুত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রæয়ারি সকালে ঝিনাইদহ পানি সরবারহ শাখায় হামদহ ট্যাংকি পাড়ার সফি উদ্দিন নামের এক গ্রাহক বিল দিতে আসে। তার সাথে বিবাদে লিপ্ত হয়ে শারিরীক ভাবে নির্যাতন করে রক্তাক্ত করে। এ বিষয়ে পৌরসভা এক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী নিয়মিত কর্মচারী বাজার আদায়কারী নাজির মোঃ ইমরান, পাম্ম মিস্ত্রি মোঃ খালেকুজ্জামান,পাম্ম হাউজ প্রহরীকে মোঃ রিপনকে সাসপেন্ড এবং হাজিরা ভিত্তিক কর্মচারী মোঃ সাগর হোসেন,মোঃ সাদিউল ইসলাম বাবু, লিমন হোসেনকে অব্যাহত দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে পৌর সভায় শৃঙ্খলা ভেঙ্গে পড়ে। বিভিন্ন স্থানে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন। এদিকে অভিযোগ উঠেছে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর রথীন্দ্রনাথ ঝিনাইদহে জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। টানা ১৭ বছর এক জেলায় থাকা ও সদর পৌরসভায় দায়িত্ব নেওয়ার পর একেবারে শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে বলে সচেতন মহল মনে করছেন।