স্টাফ রিপোর্টার
সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা শহরের রসুলপুরের এক সাংবাদিক বিপ্লবকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সাংবাদিককে শুক্রবার (৪ মার্চ) রাতে কাশেমপুর মাদরাসাতুন নূল আল আরাবিয়া মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ সেলফোনে হুমকি দিয়েছে। সাংবাদিক ওমর ফারুক বিপ্লব দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত এবং তিনি সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্বরত। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহকে বিবাদী করে ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক বিপ্লব শুক্রবার (৭মার্চ) সকালে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, কাশেমপুর মাদরাসাতুন নূল আল আরাবিয়া মাদ্রাসার শিক্ষক অভিযুক্ত হাবিবুল্লাহ এর বিরুদ্ধে গত ০৪ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ ‘মাদ্রাসা ছাত্রীকে শিক্ষক হাবিবুল্লাহ কুপ্রস্তাব’ শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ওই দিনরাত ১১.২২ ঘটিকার সময় অভিযুক্ত হাবিবুল্লাহ মোবাইল নং +৮৮০৯৬৪৯৩৩৩৪৩৫ থেকে ভুক্তভোগী সাংবাদিকের ০১৯৩৩৮৪৮৩৪১ নম¦রে ফোন দিয়া অশ্লীল গালিগালাজ করতঃ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি’র পাশাপাশি ভুক্তভোগীর সাংবাদিকতার স্বাদ মিটাইয়া দিবে, পথে ঘাটে ফাকা পাইলে হাত পা ভেঙ্গে দিবে এবং খুন জখম করিবে হুমকি প্রদান করেন। তাছাড়াও হাবিবুল্লাহ ভুক্তভোগী সাংবাদিকের গ্রামের লোকজনদেও নিকট তার ক্ষতি করিবে বলিয়া বিভিন্ন আস্ফালন করিতে উদ্যত হয়। এরপরেও উক্ত ঘটনা নিয়ে গত ০৫ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ ‘মাদ্রাসা ছাত্রীকে শিক্ষক হাবিবুল্লাহ কুপ্রস্তাব’ শিরোনামে দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকায় প্রকাশিত হয়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, ভুক্তভোগী সাংবাদিকের দেওয়া একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।