ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসি। জানা গেছে,বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুরে এই বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় সড়কের দুই ধারে প্রায় দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তাজুড়ে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুলাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। বিক্ষুব্ধরা জানিয়েছেন, মধুপুর চৌরাস্তার মোড়ে মিজানুর রহমান মাসুম নামের এক ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন। যা থেকে প্রচন্ড কালো ধোঁয়া বের হয়। এই কারণে এলাকার শতাধিক বিঘা জমির ফসলহানি ঘটছে। রান্না করা খাবারের মধ্যে কালো ধোঁয়ার ময়লা আবর্জনা গিয়ে খাবার নষ্ট হচ্ছে। এলাকার মানুষ হাঁপানি, অ্যাজমাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী উক্ত ঠিকাদারের কাছে অনেকবার অভিযোগ দিলেও তিনি তা আমলে নেননি। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। ফলে উপায়ান্তর না পেয়ে এলাকার মানুষ একত্রিত হয়ে সড়কের ওপর পিচের ড্রাম বসিয়ে সড়ক অবরোধ করেন। এসময় মহিলারা ঝাঁটা ও ঝাঁড়ু প্রদর্শন করেন। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মধুপুর চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের দাবির মুখে প্রাথমিক ভাবে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।