খুলনা প্রতিনিধি
খুলনায় শীর্ষ মাদক ব্যবসায়ী সজিব ইসলামসহ ৫ জনকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বন্দুকের গুলি, ল্যাপটপ,সিসি ক্যামেরাসহ আটক করেছে যৌথবাহিনী। সোমবার সকালে নগরীর চানমারি ও রুপসা এলাকা থেকে তাদের আটক করা হয়। নৌবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নগরীর সদর থানাধীন চানমারি এলাকায় নৌবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় চানমারি বাজারের ২ নং গলির বাসা থেকে ইয়াবা সম্রাট সজিব ইসলামকে (৩২) আটক করা হয়।পরে তার বাসায় তল্লাশি করে ৩ রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ অ্যামুনিশন, ১ হাজার ৬১৭ পিস ইয়াবা, ১ লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল ফোন সেট, ১টি ল্যাপটপ, ৫টি সিসি ক্যামেরা ও ১টি রাম দা জব্দ করা হয়। সজিব ইসলামের বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে। সে ক্রসফায়ারে নিহত সুন্দরবনের বনদস্যু জুলফিকার আলী ওরফে জুলফির ছেলে। তার ছোট ভাই আশিক ইসলাম নগরীর ভয়ঙ্কর কিশোর গ্যাং আশিক গ্রুপ প্রধান। সজীবের দেওয়া তথ্য মতে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত এক নারীসহ আরও চারজনকে রূপসা এলাকা থেকে আটক করা হয়। আটকরা হচ্ছে- নতুন বাজার এলাকার আসাদুল আসাদুল গাজীর পুত্র ছেলে ফয়েজ রাব্বী (২৯), চানমারি মাদ্রাসা রোড এলাকার ইয়াকুব মোল্লা (৪২), দাকোপ উপজেলা সদরের জালাল গাজীর ছেলে জিয়ারুল ইসলাম নিরব (২১) ও রুপসা বেড়িবাঁধ রোডে সত্তার বড় মিঞার গলির মোহাম্মদ তোয়েব আলী সিকদারের মেয়ে জামিলা বেগম (৩৮)। আটক ব্যক্তিদের খুলনা সদর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর খুলনার দায়িত্বপ্রাপ্ত লে. কমান্ডার সামওয়েল আহমেদ খান আদিত বলেন, যৌথ অপারেশনে নৌবাহিনীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অংশগ্রহণ করে। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর-উল-গিয়াস প্রতিদিনের কণ্ঠকে বলেন, যৌথ বাহিনীর অভিযান ও আটকের বিষয়টি তিনি অবহিত রয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে াাটক ব্যক্তিদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে।