খুলনা প্রতিনিধি
বর্তমান সময়ের তরুণ সমাজ এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের অতিরিক্ত আসক্তি যেমন তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে, তেমনি মাদকের ভয়াবহ থাবাও পরিবার ও সমাজে অশান্তি ডেকে আনছে। এই বাস্তবতায় খেলাধুলা হতে পারে সবচেয়ে কার্যকর বিকল্প—যা একদিকে শারীরিক সুস্থতা নিশ্চিত করে, অন্যদিকে গড়ে তোলে এক সুশৃঙ্খল, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম।এমন একটি বার্তাই পৌঁছে দিতে মাঠে নেমেছেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ও খুলনা-৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ইবাদুল হক রুবায়েদ।
তরুণদের ইতিবাচক পথে আনতে ও এলাকার ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতেই ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ। ব্যতিক্রমী এই আয়োজনে শুধু উপভোগ্য খেলা নয়, বরং তরুণদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে দিতে ইবাদুল হক রুবায়েদ নিজেই মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করেন। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসের মধ্যেই তিনি করেন দুটি দৃষ্টিনন্দন গোল। খেলার সময় মাঠজুড়ে স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় নেতাকে খেলতে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খেলোয়াড়দের সঙ্গে তার আচরণ ছিল বন্ধুসুলভ, প্রাণবন্ত ও প্রেরণাদায়ক। স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, রাজনীতিবিদদের আমরা দ‚রের মানুষ ভাবি। কিন্তু রুবায়েদ সাহেব আমাদের সাথে মাঠে খেলছেন, হাসছেন, দৌড়াচ্ছেন—এটা নতুন অভিজ্ঞতা। মনে হচ্ছে উনি আমাদের পরিবারেরই একজন।অন্যদিকে এক কিশোর ফুটবলার জানান, আমরা ভাবতেই পারিনি উনি নিজে আমাদের সঙ্গে খেলবেন! উনি খেলার পর নিজ হাতে আমাদের একটি নতুন ফুটবল উপহার দিয়েছেন।