সংবাদদাতা, মনিরামপুর (যশোর)
যশোরের মনিরামপুরে কোরনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তিন শতাধিক অসহায়, কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ব্যবস্থাপনা পরিচালক সোহেল আমিন সাজু উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতারণ করা হয়েছে।রবিবার সকাল থেকে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইন্চার্জ এর নির্দেশাক্রমে এসএ ব্রাদার্স ও মনিরামপুর আইটি পার্কের পক্ষ থেকে কর্মহীন অসহায় ও হতদরিদ মানুষের বাড়ীতে বাড়ীতে সতর্কতার সাথে ত্রাণ সামগ্রী বিতারন কার হয়। এ সময় এসএ ব্রাদার্স ও মনিরামপুর আইটি পার্কের সকল কর্মকর্তার সহযোগীতায় ব্যবস্থাপনা পরিচালক সোহেল আমিন সাজু নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতারণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আমিন প্রতিটি পরিবারকে সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে নিজ বাড়িতে অবস্থান করা, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোঁয়া সহ সরকারী সাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তিনি এলাকার বিত্তবানদের এমন দূর্যোগ মূহুর্তে সকল অসহায়, কর্মহীন ও হতদরিদ্র জনগোষ্টির পাশে এগিয়ে আসার আহবান জানান। এসএ ব্রাদার্স ও মনিরামপুর আইটি পার্কের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আমিন সাজুর প্রতিদিনের কণ্ঠকে জানায় বর্তমান সময়ে যে পরিস্তিতি বিরাজ করছে আগামীকত দিন এ অবস্থা থাকবে আমাদের জানা নায় এমতো অবস্থায় হতদরিদ্র মানুষ গুলো পড়েছে সব থেকে বেশি বিপদে তারা পারছে না কাজ করতে না পারছে ঠিক মত খেতে তাই আমি মনে করি সকল বিত্তবানদের প্রয়োজন এমন হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো এবং সাহায়্যের হাত বাড়িয়ে দেওয়া।উল্লেখ্য, বিশ্ব ব্যাপী নোভেল করোনা কোভিড-১৯ ্র মহামারী আকার ধারণ করায় বাংলাদেশ সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি নাগরিককে নিজ ঘরে অবস্থান (হোম কোয়ারেন্টিন) করা সহ দেশে জরুরী অবস্থা জারি হয়। যার ফলে দেশে কর্মহীন হয়ে পড়ে লাখ পরিবার।