1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সাতক্ষীরায় ১৯৫ বোতল ফেন্সিডিলসহ হাফিজুর ও তার সহযোগী গ্রেপ্তার

  • প্রকাশের সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ১০৩ বার সংবাদটি পাঠিত

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের অভিযানে রেজাউল বাহিনীর সদস্য শীর্ষ মাদক চোরাকারবারী হাফিজুর রহমান (৩৬) গ্রেপ্তার হয়েছে। সে শ্যামনগর থানার কর্মরত এএসআই মিজানের দীর্ঘদিনের মটরসাইকেল চালক।
সোমবার (৩০ মার্চ) বেলা আড়াইটার দিকে শ্যামনগর উপজেলা সদরের চৌরাস্তা থেকে সহযোগী আমিনুরসহ তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য পাচারকালে আটক হওয়া হাফিজুর ও আমিনুরের নিকট থেকে যথাক্রমে ৯৫ ও ১০০ মোট ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি সদস্যরা। আটককৃতরা যথাক্রমে শ্যামনগর উপজেলার রামগোবিন্দপুর গ্রামের বারেক মিস্ত্রি ও কুলতলি রামচন্দ্রপুর গ্রামের আব্রাহান গাজীর ছেলে।ডিবি পুলিশের ওসি’র নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক রফিক সহ ডিবি সদস্যরা শ্যামনগরের শীর্ষ এ দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দুই ব্যবসায়ীকে আটকের সময় তাদের অপর সহযোগী মাজেদ পাড় কৌশলে সটকে পড়ে বলে ডিবি পুলিশ সুত্রে জানা যায়।এ ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
উল্লেখ্য সাতীরা জেলা আন্তঃজেলা মটর সাইকেল চোর সিন্ডিকেট এর হোতা কুখ্যাত রেজাউল বাহিনীর গুরুত্বপুর্ন সদস্য ছিল হাফিজুর। রেজাউলের মাদক ব্যবসা সামলোনোর দায়িত্ব পালন করতো সে। সাতীরা জেলার শীর্ষ সন্ত্রাসী রেজাউল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর থেকে হাফিজুর পুলিশের সোর্স পরিচয় দিয়ে পুর্বের সমুদয় অপকর্ম চালিয়ে আসছিল।
অভিযোগ রয়েছে রেজাউল যুগের অবসান হতেই হাফিজুর শ্যামনগরের বাদঘাটা ও পদ্মপুকুর এলাকা কয়েক সহযোগীকে নিয়ে গোটা শ্যামনগর উপজেলার মাদক সম্রাজ্য পরিচালনা করে আসছে। রামজীবনপুরসহ হায়বাদপুর ও কালিঞ্চি এলাকাতে হাফিজুর বাহিনীর হয়ে কয়েক মাদক বিক্রেতা কাজ করছে দীর্ঘদিন ধরে।
হাফিজুরের নেতৃত্বাধীন এ বাহিনীর নিয়ন্ত্রনে শ্যামনগরে আবারও মাদক ব্যবসা জম-জমাট হয়ে উঠেছে বলে বিভিন্ন সুত্রের দাবি। শীর্ষ এ দুই মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনায় অভিভাবকমহসহ বিশিষ্টজনেরা স্বস্তির কথা জানিয়েছে। একইসাথে এসব মাদক ব্যবসায়ীর অপরাপর সহযোগীদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION