1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
মনিরামপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে (টি, এস) অনুষ্ঠিত পাইকগাছার শান্তা গ্রামে পুকুরের মাছ চুরির ঘটনায় চোর হাতেনাতে আটক আশি শতাংশ মানুষই ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়- মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত ঝিকরগাছায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন সাইনবোর্ড আছে অফিস নাই যশোরে নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা বেনাপোলে বিজিবির অভিযানে কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ যশোরে আবাসিক এলাকায় হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন স্থাপনে বিক্ষোভ

কুয়েটে সরস্বতী পূজা উপলক্ষ্যে জাঁকজমকপূর্ন আয়োজন

  • প্রকাশের সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার সংবাদটি পাঠিত
কুয়েটে সরস্বতী পূজা উপলক্ষ্যে জাঁকজমকপূর্ন আয়োজন

মেহেদী হাসান,খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হবে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হবে কুয়েটের কেন্দ্রীয় মন্দির। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত-শুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সরস্বতী দেবী শ্বেত-শুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপাণি বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপিত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় সবচেয়ে মনোযোগী হয়। সরস্বতী পূজা উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ০২ ফেব্রুয়ারি ০৬:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে মাতৃ বরণ সন্ধ্যা, মঞ্চ-সজ্জা হবে সন্ধ্যা ৭:০০ ঘটিকায়। এছাড়া ০৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় পূজা আরম্ভ হবে। সকাল ১০টায় হাতেখড়ি, সাড়ে ১০টায় পুষ্পাঞ্জলি, সকাল সাড়ে ১১টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৬:০০ ঘটিকায় সন্ধ্যা-আরতি ও সঙ্গীত পরিবেশিত হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ ও সনাতনী ছাত্রকল্যাণ পরিষদ পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION