1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
মনিরামপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে (টি, এস) অনুষ্ঠিত পাইকগাছার শান্তা গ্রামে পুকুরের মাছ চুরির ঘটনায় চোর হাতেনাতে আটক আশি শতাংশ মানুষই ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়- মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত ঝিকরগাছায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন সাইনবোর্ড আছে অফিস নাই যশোরে নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা বেনাপোলে বিজিবির অভিযানে কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ যশোরে আবাসিক এলাকায় হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন স্থাপনে বিক্ষোভ

রেল চলাচল বন্ধ থাকায় খুলনায় দুর্ভোগে যাত্রীরা

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার সংবাদটি পাঠিত
রেল চলাচল বন্ধ থাকায় খুলনায় দুর্ভোগে যাত্রীরা

মেহেদী হাসান, খুলনা

পার্ট অফ পে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন রানিং স্টাফরা (টিটিই, গার্ড ও ট্রেন চালক)। কর্মবিরতির কারণে দেশের বিভিন্ন স্থানের মত বিপাকে পডে়ছেন খুলনার রেলযাত্রীরাও। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে খুলনা রেলওযে় স্টেশনে দেখা যায়, যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে ভিড় করেছেন। কেউ কেউ ট্রেন কখন চালু হবে তা জানতে চাইছেন। আবার অনেকে ট্রেন না চলায় টিকিটের টাকা ফেরত নিচ্ছেন। নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হযে় ফিরে যাচ্ছেন তারা। আনাস সেখ নামের এক যাত্রী বলেন, পরিবারের চার সদস্যকে নিয়ে এসেছিলেন। কিন্তু ট্রেন না চলায় ফিরে যাচ্ছেন। এখন সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাসে করে যাবেন। ভোগান্তির কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি। যাত্রীদের কেউ কেউ জানান, সকালে রেলস্টেশনে এসে তারা জানতে পারছেন যে ট্রেন চলবে না। টিকিট কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত দেয়া হচ্ছে। কিন্তু নির্ধারিত গন্তব্যে তারা যেতে পারছেন না। এর ফলে তাদেরকে দুর্ভোগে পড়তে হযে়ছে। এখন বাসে করে তাদেরকে নির্ধারিত গন্তব্যে যেতে হবে। উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেয়ার বিষযে় জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওযে়র রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেডে় যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রযে়ছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রযে়ছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION