মেহেদী হাসান,খুলনা
খুলনায় ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপন করেছে ইয়ুথনেটের ঊপড়গবহ খুলনা। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে বারোটায় এক সেমিনারের মাধ্যমে জেন্ডার ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্ত্বাবধায়নে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সেমিনারে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান বিষয়ে আলোচনা করা হয়। বছরের প্রতিটি দিন নারীরা সমাজে এবং কর্মক্ষেত্রে যে সহিংসতার শিকার হচ্ছে, তা রোধে নারী-পুরুষ সবার সোচ্চার এবং পরিবর্তনের দূত হয়ে ওঠার কথা বলা হয়। নারী অধিকার, মানবাধিকার, পরিবেশের অধিকার, প্রতিবন্ধী ব্যাক্তি বর্গের অধিকারসহ যেকোনো অধিকারের মূল্যবোধ একই রকম বলে আলোচনায় উল্লেখ করা হয়। ফলে যে কৌশল পরিবেশের অধিকার রক্ষায় কাজ করবে তা নারী অধিকার রক্ষায়ও কাজ করবে বলে আমরা বিশ্বাস করি বলে জানান আলোচকরা। সেমিনারে ইকো-মেন খুলনার কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে পরিচালনা করেন ইয়ুথনেটের শাহিন সিরাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো-মেন প্রজেক্ট ম্যানেজার শামসুর রহমান শুভ। এছাড়ও এ সভায় উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া কর্মকর্তারা সচেতনতা মূলক আলোচনা করে এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেন।