1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকানে’ ক্রেতাদের স্বস্তি

  • প্রকাশের সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার সংবাদটি পাঠিত
শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকানে’ ক্রেতাদের স্বস্তি

বিশেষ প্রতিবেদক

খুলনায় শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’ চালু হয়েছে। স্বল্প পরিসর হলেও এতে ক্রেতাদের মাঝে স্বস্তি এনেছে। আপাতত সপ্তাহে একদিন একটি স্পটে চলছে এ দোকান। আরও দোকান বাড়ানো ও প্রতিদিন কার্যক্রম চালানোর প্রত্যাশা করছেন ক্রেতারা।শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে মহানগরীর শিববাড়ী মোড়ে বিনা লাভের দোকান বসায় শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার ব্যানারে মসুর ডাল ৯৯ টাকা, ডিম ১২ টাকা পিস দরে (হালি ৪৮ টাকা), আলু ৫০ টাকা, পেঁয়াজের কেজি ১০০ টাকা দরে বিক্রি করা হয়। আর লালশাক কেজি ২৫ টাকা ও প্রতিটি বড় লাউ ৪০ টাকা দরে বিক্রি করা হয়। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দোকান চলে। ক্রেতারা সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারেন।কিন্তু বাজারে মসুর ডাল ১২০ টাকা কেজি, ডিম হালি ৫২ থেকে ৫৫ টাকা, আলু ৬০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, লালশাক ৭০-৮০ টাকা কেজি, লাউ ছোট ও মাঝারি ৪০ টাকা, বড় ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা কানিজ ফাতেমা বলেন, ‘এটি ভালো উদ্যোগ। এই উদ্যোগটা যদি সব জায়গায় নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হবে। আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি দাম।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের দোকান বসানো হয়েছে। খুলনার সব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই কার্যক্রমে অংশ নিয়েছেন। বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ভাঙতে আমাদের এই উদ্যোগ। একদিনে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। প্রতি সপ্তাহে আমরা এটি পরিচালনা করবো। সেই সঙ্গে সিন্ডিকেট কীভাবে পরিচালিত হয়, সেটি বুঝতে কাজ করছি। এরপরই সিন্ডিকেট ভাঙতে পারবো।’খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মল্লিক বলেন, ‘মানুষের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য। সাধারণ মানুষ যাতে খেয়েপরে দিনটা ভালোভাবে কাটাতে পারে সেজন্য বিনা লাভের দোকানের উদ্যোগ। প্রতি শুক্রবার এটি পরিচালনা করা হবে। সপ্তাহের অন্য দিনগুলোতেও যেন করা যায় এবং আরও কিছু পণ্য বাড়ানো যায়, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল ইসলাম তানভীর বলেন, ‘সিন্ডিকেটের কারণে বাজারে সবজিসহ পণ্যগুলোর দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল কৃষকদের কাছ থেকে পণ্য কিনে সিন্ডিকেট করে দাম বাড়ছে। সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমরা ছাত্র-জনতা বিনা লাভের দোকান দিয়েছি। এই দোকান আস্তে আস্তে ৩১ ওয়ার্ডে ছড়িয়ে পড়বে। খুব দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেটের কালো হাত ভেঙে দেওয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION