1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শ্যামনগরে শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৪ বার সংবাদটি পাঠিত

এম কামরুজ্জামান, শ্যামনগর

সারাদেশের ন্যায় দশম গ্রেডের দাবিতে শ্যামনগর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে ৯১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মইনুল ইসলাম,জাহিদুল ইসলাম,শাহজাদা বীন আশরাফ,মোহাদ্দেসুর রহমান,তরিকুল ইসলাম,আব্দুল হামিদ,বনি আমিন, আমিনুর রহমান,রোকনুজ্জামান প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল,সাধারন সম্পাদক মামুনুর রশিদ, প্রাক্তন সভাপতি আব্দুল্যাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ । বক্তারা বলেন,প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে মা-বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয় আমাদের। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা যাবে না বলেও ঘোষণা দেয়া হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION