1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

শ্যামনগরে বন বিভাগের গাছ কর্তন করে ভূমি দখলের অভিযোগ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৪ বার সংবাদটি পাঠিত

ওমর ফারুক বিপ্লব ,সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নওয়াঁেবকী খেয়াঘাটের দক্ষীন পাশে বন বিভাগের বনায়নের গাছ কর্তন করে ভূমি দখলের অভিযোগ করছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগরে ১০ নং আটুলিয়া ইউনিয়ন নওয়াবেঁকী বাজার সংলগ্ন ফেরিঘাটের পাশে একটি বনায়ন কর্মসূচী গড়ে উঠছে ৭-৮ বছর আগে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই বনায়ন কর্মসূচী পরিচালনা করেন সাতক্ষীরা বন বিভাগ। সেই বনায়নের জায়গায় গাছগুলো নষ্ট করে সেখানে বালি ভরাট করে পরবর্তীতে সেই জায়গাটি দখল করবে বলে পায়তারা চালাচ্ছে একটি মহল।এই বিষয়ে নওয়াবেঁকী বিএনপির নেতা আবুল কালাম হাজী বলেন,স্কুল শিক্ষক রতন বন বিভাগের এনজিও প্রকল্পের সাথে যুক্ত হয়ে এই বনায়ন নিধনের পাইতারা করছে আমরা এর তিব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করছি।স্কুল শিক্ষক রতন তার ভাই ফ্যাসিস্ট সরকারের কর্মি ছিলো এখন নব্য বিএনপির বড় নেতা সেই প্রভাব খাটিয়ে রতন বন বিভাগের জায়গা দখলের চেষ্টা চালাছে।স্থানীয় বাসিন্দা মো: সৌরভ হোসেন জানান, আমাদের এলাকায় বনায়নের গাছ কর্তন করে বন বিভাগের জায়গা দখলের পায়তারা করছে স্থানীয় একটি দখলদার বাহিনী আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।স্থানীয় পদ্দপুকুর এলাকার মোঃ আয়্যুব আলী বলেন, বনায়ন জায়গা দখল করে গাছ কর্তন করতে দেওয়া হবে না আমরা স্থানীয়রা এটাকে প্রতিহত করবো এবং আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক বিসিএস (বন) প্রিয়াংকা হালদারের কাছে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION