1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ী পলাশ‌ ও তার স্ত্রী আটক

  • প্রকাশের সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার সংবাদটি পাঠিত
খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ী পলাশ‌ ও তার স্ত্রী আটক

মেহেদী হাসান,খুলনা

খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোঃ পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ী পলাশ‌ ও তার স্ত্রী তিতলী‌কে আটক ক‌রে‌ছে যৌথ বা‌হিনী। গ্রেপ্তার পলাশ নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ নং গোবরচাকা এলাকার জ‌নৈক সুলতান তালুকদা‌রের ছে‌লে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সম‌য়ে তার কাছ থে‌কে ২‌টি রামদা, ২‌টি চাইনিজ কুড়াল ও বোমা সদৃশ‌্য ৫‌ টি কক‌টেল উদ্ধর করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সোনাডাঙ্গা থানায় প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান নৌবাহিনীর কন্টিজেন কমান্ডার লেঃ কঃ তারিফ আবরার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি উঠান হতে ককটেল বোমাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিং এ আরও জানানো হয় পলাশের বিরুদ্ধে পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ০৮টি হত্যা, মাদক ও অস্ত্র মামলা চলমান র‌য়ে‌ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাসী পলাশ‌কে আট‌কের খবর জনার পর এলাকার জনগণ নৌবাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ওই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় তারা। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION