1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

প্রকাশিত ভিডিওর প্রতিবাদ

  • প্রকাশের সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭১ বার সংবাদটি পাঠিত

অনলাইন ফেসবুক পেজ ডেইলি জনসংলাপ (Daily Janosanglap) এ ১৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে (মুসলিম মেয়ে হিন্দু ছেলে অতঃপর) শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়েছে , যা আমার দৃষ্টি গোচর হয়েছে । আমি শিবু কুমার ঘোষ, পিতা দেব প্রসাদ ঘোষ, গ্রামঃ কপালিয়া ,মনিরামপুর,যশোর। আমার পিতা এবং আমার ৩ কাকার জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার বড় কাকা গোবিন্দ কুমার ঘোষ ও আমার পিসি অলোকা সম্পত্তি বন্টনের সময় রাস্তার অংশের জমি আমার বড় কাকা জোর পূর্বক ভোগদখল করছে এবং আমার পিতা দেব প্রসাদ ঘোষকে বাঁশবাগানের জমি দিয়ে সম্পত্তি বন্টন করছিল। এ বিষয় আমার পিতার এক মাত্র পুত্র হিসাবে আমি বাধা দিলে আমাকে দমিয়ে রাখার জন্য , অনলাইন ফেসবুক পেজ ডেইলি জনসংলাপ নামক একটি অনিবন্ধিত পেজে ভিত্তিহীন,প্রমান বিহিন ও আমাকে যারা শত্রæর চোখে দেখে তাদের পক্ষের সাক্ষাৎকার নিয়ে আমার এবং আমার ছাত্রীর (সাদিয়া ফারজানা) বিরুদ্ধে মানহানীকর বক্তব্য ও ভিডিও প্রকাশ করেছে যার ফলে আমার ছাত্রী সম্মানের ভয়ে লোকচক্ষুর আড়ালে জীবন যাপন করছে। যা অত্যাধিক দূর্বিসহ জীবন। আমার কাছে প্রায় অর্ধ শতাধিক মেয়েরা পড়ালেখা করতো কিন্তু সাদিয়ার স্বামী বিদেশে অবস্থান করায় এবং এতিম হওয়ায় তাকে টোপ হিসাবে ব্যবহার করা হয়েছে আমাকে দমিয়ে রাখার জন্য যেনো তার পক্ষে কেও পাশে না দাড়াতে পারে এছাড়াও আমার বিরুদ্ধে অজ্ঞান পার্টির ও মাদকের মূল হোতা পরিচয় দেওয়া হয়েছে কিন্তু আমার বিরুদ্ধে পুলিশ বা প্রশাসনের কাছে এমন কোন অভিযোগ নাই। অনলাইন ফেসবুক পেজ ডেইলি জনসংলাপ পেজে যে মানহানিকর তথ্য তুলে ধরা হয়েছে বর্তমান ডিজিটাল যুগে কোন ব্যক্তির মৌখিক কোন কিছু বিশ্বাস যোগ্য নয় । উক্ত ভিডিওর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিবু কুমার ঘোষ
পিতা দেব প্রসাদ ঘোষ,
গ্রামঃ কপালিয়া ,মনিরামপুর,যশোর।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION