1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

যশোরে করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু 

  • প্রকাশের সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮৩ বার সংবাদটি পাঠিত
স্টাফ রিপোর্টার 
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে তিনি হাসপাতালে মারা যান।
নিহত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে রেপিড এন্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।
জানা গেছে, ৫ জুন বাঘারপাড়ার আমির হোসেন যশোর জেনারেল হাসপাতলের মডেল ওয়ার্ডে পেট ব্যাথা নিয়ে ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার নুতন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। কিন্তু সেখান শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যান। পরে ডাক্তার তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার রেপিড এন্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তিনি মারা যান।
আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন বলেন, কিডনিজনিতে সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে গত ৫জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি আরও জানান, আইসিইউ তে সন্দেহজনক আরো তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কিনা সেজন্য পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠনো হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION