1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

অপহরণ-ধর্ষণ মামলায় আবারও রিমান্ডে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার সংবাদটি পাঠিত
অপহরণ-ধর্ষণ মামলায় আবারও রিমান্ডে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র

মেহেদী হাসান,খুলনা

অপহরণ-ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক রাকিবুল ইসলাম তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর পৌনে ১ টার দিকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে নেওয়া হয় নারায়ন চন্দ্র চন্দকে। মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর তাকে আবারও কড়া নিরাপত্তায় কারাগারে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।মামলার বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিয়ে করার কথা বলে ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ দীর্ঘদিন ধরে কলেজপড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করেন। ২৭ জানুয়ারি রাতে ওই তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ জানুয়ারি বিকেল ৫টায় হাসপাতাল চত্বর থেকে সবার সামনে তাকে অপহরণ করে নিয়ে যায় এজাজের সহযোগীরা।’ জুলাই ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ৬ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারায়ন চন্দ্র চন্দকে আটক করে বিজিবি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION