জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া(খুলনা)
খুলনায় বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে,হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি, খুলনা জেলা, মহানগর ও বিভাগীয় শাখার আয়োজনে,খুলনা বিভাগীয় সমন্বয়কারী শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে ও বিভাগীয় সভাপতি মোঃ আসাদুজ্জামান লিটনের সার্বিক ব্যবস্থাপনায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার প্রফেসর ড. গাজী আব্দুল্লাহিল বাকী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা নির্বাহি পরিচালক স.ম হাফিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মডার্ণ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ জালাল, ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার,বিশিষ্ট আইনজীবি ও মানবাধিকার ব্যক্তিত্ব এ্যাড, মোঃ মমিনুল ইসলাম,সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার,সাংবাদিক মোঃ হারুন শেখ,এইচ এম. সানোয়ার রহমান (বাশার),সহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ। ঐ সময় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার সম্মাননা পেলেন আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার,সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার সম্মাননা পেলেন মোঃ হারুন শেখ, মানবাধিকারকর্মে বিশেষ অবদান রাখায় মানবাধিকার সম্মাননা পেলেন এইচ এম. সানোয়ার রহমান (বাশার) প্রমুখ।