নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব হলরুমে এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা। বক্তব্য রাখেন বীর প্রতীক ইসহাক কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারি, আওয়ামীলীগ নেতা প্রণয় সরকার, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পিএফজি সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি দিলরুবা পারভীন, জাকের পার্টির নেতা আব্দুর রহিম, জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলাম, বিএনপির পৌর সহসভাপতি নাজমুল আল মামুন, প্রভাষক মাসুদ আলম টিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, সাঈদ ইবনে হানিফ, পিস অ্যাম্বাসেডর হাফিজুর রহমান, পিএফজি সদস্য অজয় কুমার বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবগ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান ।