1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংস্থাসমূহকে সম্পৃক্তকরণ জরুরী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে-সালাউদ্দিন দেবহাটা গাজীরহাট মৎস্য আড়ৎতে ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি মনি ও সম্পাদক রাজু দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মুক্তিযোদ্ধা আটক ১৪৪ ধারা ভঙ্গ চলছে প্রাচীর নির্মানের কাজ শুরু তারুণ্যের রাজনৈতিক অধিকারের আওয়াজে মুখর খুলনার সার্কিট হাউজ ময়দান মনিরামপুরে সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মনিরামপুরে ভাটা মালিক শাহিন সড়ক দুর্ঘটনায় নিহত আশাশাশুনিতে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে যুবকের মৃত্যু জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ  এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান 

বাঘারপাড়ার একজন মানবিক মানুষ সৌরভ সমাদ্দার 

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার সংবাদটি পাঠিত
বাঘারপাড়ার একজন মানবিক মানুষ সৌরভ সমাদ্দার 
ইমাম হোসেন
সাদা মনের মানুষ, নিরহংকারী সদাহাস্যজ্বল যে ভাবেই তাকে বিশ্লেষণ করি না কেন সবকিছুকে ছাপিয়ে তিনি একজন মানবিক মানুষ, আমাদের সৌরভ সমাদ্দার । একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব,যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণ পুর গ্রামের বিষ্ণু সমাদ্দার এক মাত্র ছেলে সকলের সুপরিচিত মুখ সৌরভ সমাদ্দার, চাকরির সুবাদে থাকেন রাজধানীর চুড়াইন, চাকরি করেন চুড়াইন বাজার শাখার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক হিসাবে । চাকরির পাশাপাশি সাঁতার, সাইক্লিং ও দৌড় অনুশীলন করে থাকেন। গত বছরের ২৮ ডিসেম্বর ৫ ঘন্টা ২ মিনিটে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন সৌরভ সমাদ্দার। সম্প্রতি মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে ক্রীড়া) আয়রনম্যানের দুই ফরম্যাটের প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেন তিনি। ইতিমধ্যে  নিজ জন্মভূমি যশোরের বাঘারপাড়া ও রাজধানীর চুড়াইন জনপদের মানুষের হৃদয় জয় করেছেন। মানুষের দুঃখ দূর্দশা কিছুটা হলেও লাগুব করার জন্য মানবিক কাজ গুলোতে তিনি সময় দেন, অর্থ ব্যয় করেন একটা ক্ষুদা দারিদ্র্য মুক্ত সুন্দর সমতার সমাজ গড়ার প্রত্যয়ে,তিনি স্বপ্ন দেখেন আগামীর সম্ভবনাময় বাংলাদেশ বির্নিমানের কারিগর শিশুদেরকে নিয়ে। আমরা সকলেই জানি আজকের শিশু আগামীর বাংলাদেশ। এই বাণীতে তিনি মহিয়ান হয়ে অসহায় ছিন্নমূল শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নশীল জীবন দিতে নানা মুখী পরিকল্পনা হাতে নিয়েছেন ও বাঘারপাড়া উপজেলার সামাজিক অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন,,, আমি নই আমরাই সেবা সংঘ,, এর মাধ্যমে সহযোগিতা করে থাকেন।তিনি এলাকা ভিত্তিক খেলাধুলা গুলোকে উৎসাহ প্রদান করে থাকেন।যখনই শুনেন কেউ জাতীয় পর্যায়ে যশোরের সুনাম অর্জন করেছেন তাদেরকেই ডেকে এনে প্রশংসা করেন,বুকে জড়িয়ে নেন পরম মমতায়। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এই বোধ শক্তি প্রবল ভাবে তাঁকে টানে,গভীর ভাবে তিনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্যে ঘেরা মানব প্রকৃতি। তিনি প্রতি নিয়ত নিজেকে আবিস্কার করেন এক ভিন্ন ও মানুষের কল্যানে নিবেদিত প্রান হিসেবে।তিনি ভাবেন মানুষ হয়ে জম্মানোর সার্থকতা সেখানেই যারা দেশ ও দশের চিন্তা করে, নিজের জন্য বাঁচে না সকলের তরে বাঁচে।সকলের তরে নিজেকে বিলিয়ে দিয়ে সন্তুষ্ট থাকে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION