স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলায় ভ্যান চুরির সন্দেহে এক কিশোরকে গাছের সাথে বেঁধে উল্টোকরে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একটি ভিডিও গত বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে গত বুধবার সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত একজনকে শুক্রবার গ্রেফতার করেছে থানা পুলিশ।প্রতিবন্ধী ওই কিশোরের নাম ইউসুপ মল্লিক(১৮)। তিনি উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদহ গ্রামের শরীফ মল্লিকের ছেলে। উপজেলার চলিশিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক শেখ বলেন, উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদহ গ্রামের ভ্যান চালক গোলাম মওলার একটি ভ্যান গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে চুরি হয়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে সে প্রতিবেশি শরীফ মল্লিকের মানষিক প্রতিবন্ধী ছেলে ইউসুপ মল্লিককে সন্দেহ করে। এরপর গত বুধবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় বাড়ির পাশে একটি গাছের সাথে উল্টোকরে ঝুলিয়ে গোলাম মওলা, তার পড়শি আহম্মদ আলীও রনি ওই কিশোরকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। মারপিটের এ দৃশ্য গত বৃহস্পতিবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই কিশোরের পিতা শরীফ মল্লিক বলেন, আমার ছেলে ইউসুফ মল্লিক মানষিক প্রতিবন্ধী। সে নির্দোষ এবং কখনও চুরির সাথে জড়িত না। ছেলেকে মিথ্যা চুরির অপরাধে প্রতিবেশী গোলাম মওলা, আহম্মদ আলী ও রনি রাস্তার পাশে একটি গাছের সাথে উল্টোকরে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে। চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খুবই নির্মম। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমাদুল করিম বলেন, উপজেলার বাগদহ গ্রামে একটি প্রতিবন্ধী ছেলেকে গাছের সাথে উল্টোকরে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আহম্মদ আলীকে আটক করা হয়েছে। দ্রুত অপরাধের সাথে জড়িতদের অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।