1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কলেজ শিক্ষক সমিতির এজিএম অনুষ্ঠিত-সভাপতি সেলিম ইকবাল, সম্পাদক মহিউল ইসলাম

  • প্রকাশের সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার সংবাদটি পাঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ এপ্রিল শনিবার সকালে পল্লীমঙ্গল আদর্শ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল সভাপতি এবং ভৈরব আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাশার এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক সঞ্জীব বসুর সঞ্চালনায় সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সেলিম হোসেন, বার্ষিক প্রতিবেদন পেশ করেন কোষাধক্ষ্য প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম ,অডিট প্রতিবেদন পেশ করেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। অভয়নগরের শ্রেষ্ঠ অধ্যক্ষ , অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী এবং কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবদহ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মতলেব সরদার, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান ,সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল প্রমূখ। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ভবদহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, অভয়নগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্যামল মজুমদার, পল্লী মঙ্গল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক হোসেন আলীএবং অভয়নগর কলেজ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ । কলেজ শিক্ষক সমিতির এই সাধারণ সভায় পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবালকে সভাপতি এবং ভৈরব কলেজের সহকারী অধ্যাপক মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । অন্যান্য সদস্যরা হলেন সহকারি অধ্যাপক সোহেল রানা অর্থ সম্পাদক, শেখ আলমগীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, জুলফিকার আলী সহ-সম্পাদক , শেখ সাদী সাংগঠনিক সম্পাদক, মোঃ আবুল হোসেন গাজী জনসংযোগ ও প্রচার সম্পাদক, জিয়াউর রহমান দপ্তর সম্পাদক, পলাশ হোসেন ক্রীড়া সম্পাদক, আব্দুর রাজ্জাক সাংস্কৃতিক সম্পাদক, সহকারী অধ্যাপক হোসেন আলী, জাহাঙ্গীর আলম এবং ওয়াহিদুর রহমান অপু নির্বাহী সদস্য । অভয়নগর কলেজ শিক্ষক সমিতির এজিএম অনুষ্ঠানে ২২০ জন সদস্য শিক্ষক উপস্থিত ছিলেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION