1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

অভয়নগরে ৪শ’ বছরের পুরানো রথযাত্রা উৎসব পালিত

  • প্রকাশের সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬ বার সংবাদটি পাঠিত

মনিরুজ্জামান মিল্টন,অভয়নগর

যশোরের অভয়নগরে ৪শ’ বছরের পুরানো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় সারাদেশের ন্যয় অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে রামসরা শ্রীশ্রী রুপ-সনাতন স্মৃতি তীর্থ(ইসকন) মন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হয় । এদিনের প্রথম প্রহরে বিশ্ব শান্তি ও মঙ্গলকামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয়েছে শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিম‚র্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। জগন্নাথ দেবের মাসির বাড়ি আগমন উপলক্ষে ভক্তরা রামসরা ইসকন মন্দির থেকে রথ নওয়াপাড়ার কালিবাড়ি মন্দিরের উদ্যেসে রওনা হয়। ৫ কি:মি: পথ রশি দিয়ে টেনে রামসরা ইসকন মন্দিরে থেকে আনা হয় রথটি। প্রায় পাচ হাজার লোক এ রথ টানে অংশ গ্রহন করে। এ সময় হাজার হজার ভক্ত দ‚র দ‚রান্ত থেকে ছুটে আসে একবার রথের রশি ধরতে। রথ টানের সময় চলতে থাকে ধর্মীয় গান নাচ আর প্রসাদ বিতরণ। রথের উপর থেকে ভক্তদের উদ্দেশ্যে ছোড়া হয় নানা প্রকার ফল,ফুল আর পিঠা। ভক্তরা এই প্রসাদের জন্য অধির আগ্রহ করে থাকে। বিকাল তিনটাই রামসরা শ্রী শ্রী রূপ-সনাতন স্মৃতি তীর্থ থেকে রওনা দিয়ে সন্ধায় নওয়াপাড়া কালিবাড়ি মাসি বাড়ি পৌছায়। এ সময় ভক্তরা চোখের জলে জগন্নাথদেবকে তার নির্ধারিত স্থানে কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে স্থাপন করে ঘরে ফিরে আসে। এ অনুষ্ঠানে ঘুরতে আসা ভক্তরা বলেন এমন অনুষ্ঠানের যুক্ত হতে পেরে আনন্দিত। জগনাথ বিশ্বাস জানান রথ যাত্রার এত লোকের সমাগম হয় আমার জানা ছিল না,সত্তিই এ এক আনন্দয় ম‚হুত্য। রথযাত্রা উপলক্ষে ইস্কন মন্দীরের চারপাশে বসে মেলা। ভক্তরা রথ টান শেষে মেলা ঘুরে আনন্দ উপভোগ করে। এছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION