1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

অভয়নগরে ২ ক্লিনিক বন্ধ হলেও ছাড় পেলো রিজিয়া মেমোরিয়াল

  • প্রকাশের সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার সংবাদটি পাঠিত

মনিরুজ্জামান মিল্টন

অভয়নগরে ২ ক্লিনিক বন্ধ হলেও ছাড় পেলেন সাবেক স্বাস্থ্য কর্মকর্তার রিজিয়া মেমোরিয়াল ক্লিনিক। রবিবার সকালে এ অভিযানে আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকে ও আব্দুল মুকিত বিশ্বাসে অনিয়মের কারণে বন্ধ করেলেও অনিয়ম থাকা শর্তেও প্রাক্তন স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিকে গিয়ে স্বজন প্রীতি দেখেনোর অভিযোগ উঠেছে সিভিল সার্জন এর বিরুদ্ধে। এছাড়া প্রতিনিয়ত নাম মাত্র অভিযান পরিচালনা করা হলেও আজও পর্যন্ত কোন সঠিক ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। রবিবার সকালে অভয়নগর উপজেলা সরকারি হাসপাতাল রোডের আল মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ,আরোগ্য সদন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ,আব্দুল মুকিত বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নোটিশ টানিয়ে দিতে বলেন।সরকারি নিয়ম অনুযায়ী ২০ শয্যা বিশিষ্ট ক্লিনিকে ৬ জন চিকিৎসক ১২ জন ডিপ্লোমা নার্স ও ৬ জন পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা থাকলেও তার কোনোটিই নেই অভয়নগরের কোন ক্লিনিকে। এছাড়াও ১০শয্যা বিশিষ্ট ক্লিনিকে ৩ জন চিকিৎসক ৬ জন ডিপ্লোমা নার্স ও ৩ জন পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা থাকলেও তার কোনোটিই নেই এ সকল ক্লিনিকে।
এসকল ক্লিনিকের ওটির অবস্থা অনেকটাই অপরিচ্ছন্ন। এছাড়া অভিযোগ উঠেছে অভয়নগরের যে সকল অপারেশন করা হয় নিয়ম অনুযায়ী প্রত্যেকটি অপারেশনে অ্যানেস্থেসিয়া ডক্টর থাকার কথা থাকলেও থাকেনা। অনভিজ্ঞ লোক দিয়ে চলে এ সকল হাসপাতালের অপারেশন । আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক ডাক্তার মো: আইয়ুব আলীর রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন করে অনিয়ম পেলেও তা সামান্য বলে চালিয়ে দেন সিভিল সার্জন মাসুদ রানা। এর আগের ও অভিযানে স্বজন প্রীতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। যশোর জেলা সিভিল সার্জন মাসুদ রানা বলেন,রবিবার সকালে অভয়নগর উপজেলায় চারটি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে আল মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক বেশি অসংগতি পাওয়ায় বন্ধ করে দেয়া হয়। রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক অসংগতি পাওয়া সত্ত্বেও ব্যবস্থা গ্রহণ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, কমবেশি সব ক্লিনিকেই অসংগতি আছে। যদি একসাথে সব বন্ধ করে দেয়া হয় সরকারি হাসপাতালে এত রোগীর সেবা দেয়া যাবে না। এর জন্য একটু সুযোগ দিচ্ছি। এ অভিযানের সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুল সাদিক, জেলা সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা: রেহেনেওয়াজ, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলিমুর রাজিব, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION