1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বিশ্বমঞ্চের মাটিতে লাল সবুজের পতাকা উড়ালেন সৌরভ সমাদ্দার

  • প্রকাশের সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার সংবাদটি পাঠিত
বিশ্বমঞ্চের মাটিতে লাল সবুজের পতাকা উড়ালেন সৌরভ সমাদ্দার
ইমাম হোসেন
বাংলা চ্যানেল টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কি: মি: সাঁতরে পাড়ি দেওয়ার পর এবার বিশ্বমঞ্চে মাটিতে লাল সবুজের পতাকা উড়ালেন রায়পুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র বর্তমান অগ্রণী ব্যাংকের চুড়াইন বাজার শাখা ঢাকার ব্যবস্থাপক সৌরভ সমাদ্দার। তিনি বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিষ্ণু সমাদ্দারের ছেলে। ব্যাংকিং এর পাশাপাশি তিনি দৌড়,সাঁতার এবং সাইক্লিং প্রাকটিস করে থাকেন।গত ১২ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় বিশ্বের কঠিনতম ট্রায়াথলন প্রতিযোগিতা  Ironman Malaysia 70.3। বিরতিহীন এই খেলায় প্রথমে সমুদ্রে ১.৯০ কি:মি: সাঁতার,  ৯০ কি: মি: সাইক্লিং এবং ২১ কি: মি: দৌড় সম্পূর্ণ করতে হয় ৮ ঘন্টা ৩০ মিনিট সময়ের ভিতর। সৌরভ এখানে সময় নিয়েছে ৭ ঘন্টা ৩৮ মিনিট। বাংলাদেশ থেকে ১৪ জন অংশ গ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায় সেখানে ১২ জন প্রতিযোগী সফলভাবে শেষ করে লাল সবুজের পতাকা উড়িয়েছেন বিশ্বমঞ্চে। সৌরভ জানিয়েছেন এই ট্রায়াথলন প্রতিযোগিতায় সবচেয়ে কঠিনতম ছিল সাইক্লিংটা যেখানে প্রায় সম্পূর্ণ পথই তাকে সাইকেল চালাতে হয়েছে পাহাড়ি রাস্তায়। পাহাড় থেকে নামার সময় সাইকেলের স্প্রিড থাকে প্রায়  ঘন্টায় ৬০ কি: মি: এর উপর তারপর আছে এই স্প্রিড অবস্থায় ইউটার্ন নেওয়া। পথে যেতে যেতে তিনি অনেকেই দেখেছেন এক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে থাকতে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION